লক্ষ্মীর ভাণ্ডার থেকে একশো জনের নাম কেটে দিলে রাস্তা হয়ে যাবে, বললেন রাজগঞ্জের বিডিও।
"আপনাদের ট্যাক্স ফ্রি, জল ফ্রি। লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছেন। রাস্তাও হবে। ধৈর্য ধরতে হবে। একশো জনের লক্ষ্মীর ভাণ্ডার কেটে দিলে এমনিতেই রাস্তা হয়ে যাবে। যান বাড়ি যান, রান্না করুন।" জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ঠিক এই ভাষাতেই আজ, শুক্রবার স্থানীয় মহিলাদের রাস্তা সংস্কারের দাবির উত্তর দিলেন।
স্থানীয় মহিলারাও স্পষ্ট বলে দিলেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, রাস্তা চাই। আজ, শুক্রবার এমন ঘটনা ঘটেছে রাজগঞ্জে। অনেক বিডিও এর আগে দেখে রাজগঞ্জের মানুষ। কিন্তু প্রশান্ত বর্মনের মতো বিডিও হয়তো এত বছরেও দেখেনি তারা...!
একেক দিন তাঁকে একেকভাবে দেখা যায়। তাঁর উপস্থিতিটাই যেন একটা চাঞ্চল্য ছড়ানোর জন্য যথেষ্ট! কখনো স্থানীয় পান, বিড়ি, গুটখার দোকানে হাজির হচ্ছেন তিনি। নিজের হাতে সব তুলে গুটিয়ে দিচ্ছেন। বলছেন এসব আর বিক্রি করা যাবে না ইত্যাদি...!
No comments:
Post a Comment